বিধ্বস্ত বিমানের ১৩ যাত্রী সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী
নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীদের মধ্যে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ জন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই নেপালের নাগরিক।
সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মৈত্রেয়ী দেব রায় দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।
এই ১৩ শিক্ষার্থীর মধ্যে দুজন ছেলে এবং বাকিরা মেয়ে। তাঁরা হলেন, সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বড়াল, চারু বড়াল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া এবং প্রিঞ্চি ধনি।
তাঁদের মধ্যে অন্তত দুজন- শামিরা বেনজারখার এবং প্রিঞ্চি ধনিকে উদ্ধার করে নেপালের কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের ব্যাপারে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মৈত্রেয়ী জানান, এই শিক্ষার্থীরা সবাই এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন।
ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আজ দুপুরে (১২ মার্চ) বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫০ জনের নিহত হওয়ার খবর মিলেছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
Comments