ঢাকা থেকে স্বজনদের নিয়ে কাঠমান্ডু যাচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট

​নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের বাংলাদেশি যাত্রীদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের বাংলাদেশি যাত্রীদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

আজ সকাল ৯টায় ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছে বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রগুলো দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

অপরদিকে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল কাঠমান্ডুতে বিধ্বস্ত উড়োজাহাজটির বাংলাদেশি যাত্রীদের ৪৬ জন স্বজনকে নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলার উড়োজাহাজটি।

গতকাল কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হয়ে অন্তত ৪৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ও ২১ জন নেপালি মেডিকেল শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও একজন চীনের ও একজন মালদ্বীপের নাগরিক নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

28m ago