ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য গান
অল-রাউন্ডার সাকিব আল হাসানের জন্য একটি গান তৈরি করা হয়েছে। ‘অপরাজেয়’ শিরোনামের গানটি প্রকাশ করেছে ইয়োন্ডার মিউজিক বাংলাদেশ।
গানের কথা লিখেছেন রবিউল ইসলাম এবং সুর করেছেন জোহাদ রেজা চৌধুরী। এটি শুধুমাত্র ইয়োন্ডার মিউজিক অ্যাপ থেকেই শোনা যাচ্ছে।
এই প্রথম জাতীয় দলের কোন ক্রিকেটারের জন্য গান তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে ব্যান্ডের ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
নেমেসিস ব্যান্ড গানটি শিল্পী জেফারকে ফিচার করে তৈরি করেছে বলেও জানানো হয়।
ইয়োন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার নোভেরা বিনতে নূর বলেন, “বাংলাদেশের সেরা ক্রিকেটার যিনি আমাদের সবাইকে একত্রিত করেন তাঁর জন্য এই গানটি নিয়ে আমরা এসেছি।”
“আমরা ভক্তদের প্রতিক্রিয়া দেখে অত্যন্ত অনুপ্রাণিত এবং তাঁদের কাছে এই গানটি পৌঁছে দিতে পেরে ভালো লাগছে,” যোগ করেন নোভেরা।
Comments