স্ত্রী নিহত, স্বামীকে নেওয়া হলো সিঙ্গাপুরে

​কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মো. রেজওয়ানুল হকের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হয়েছেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনা
কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মো. রেজওয়ানুল হকের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হয়েছেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি দ্য ডেইলি স্টারকে জানান, গত রাতেই রেজওয়ানুলকে কাঠমান্ডু থেকে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

গত সোমবার ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস২১১ ফ্লাইট অবতরণের সময় বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত উড়োজাহাজটিতে থাকা ৭১ জনের মধ্যে ৫১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অন্তত ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের স্মরণে আজ শোক পালন করছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

3h ago