৫ সিটিতে নির্বাচন জুলাইয়ে: সিইসি
আগামী জুলাইয়ে দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আগামী জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজশাহীর পবার উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের আজ (১৫ মার্চ) এ কথা জানান।
সিইসি বলেন, আগামী জুলাই মাসে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করেননি।
সিইসির বরাত দিয়ে আমাদের রাজশাহী সংবাদদাতা জানান, সিটি করপোরেশনগুলোতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গাজীপুর মেয়রের মেয়াদ শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর। এছাড়াও, সিলেট মেয়রের মেয়াদ শেষ হবে ৮ সেপ্টেম্বর, খুলনা মেয়রের মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর।
রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। গাজীপুরে প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ৬ জুলাই।
Comments