লাইফ সাপোর্টে বৈমানিক আবিদ সুলতানের স্ত্রী

লাইফ সাপোর্টে রাখা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে।
National Institute of Neurosciences and Hospital
জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। ছবি: শাহীন মোল্লা

লাইফ সাপোর্টে রাখা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে।

গতকাল (১৮ মার্চ) বিকালে উত্তরার বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আইসিইউ এবং এইচডিইউ বিভাগের প্রধান ড. উজ্জ্বল কুমার মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, আজ (১৯ মার্চ) ভোর চারটার দিকে চিকিৎসকরা আফসানার দ্বিতীয় অস্ত্রপচার শেষ করেন। এরপর, রোগী কোমায় চলে যান।

অস্ত্রপচারের পর ৭২ ঘণ্টা না কাটলে কিছু বলা যাচ্ছে না বলেও যোগ করেন তিনি।

আবিদ সুলতান এবং আফসানা খানম দম্পতির এক পুত্র সন্তান রয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে পাইলট ও উড়োজাহাজকর্মীসহ ৫১ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Comments

The Daily Star  | English

Nothing wrong if people think new political party needed: Tarique

Only free, fair polls can ensure direct partnership between people and state, says BNP acting chairman

47m ago