দেশে ফিরিয়ে আনা হলো ২৩ মরদেহ
কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ২৩ জনের লাশ ঢাকায় এসে পৌঁছেছে। আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার পর লাশগুলো সমাহিত করার জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগির দ্য ডেইলি স্টারকে বলেন, বিকাল ৪টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান লাশগুলো নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানাজার জন্য এখান থেকে লাশগুলো আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান। সেখানে নিহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন।
এর আগে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি দ্য ডেইলি স্টারকে জানান, লাশের পাশাপাশি আজই ইউএস-বাংলার পৃথক একটি ফ্লাইটে নিহতদের স্বজনরা কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন।
আরও পড়ুন:
Comments