পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করেছেন। বুধবার তার দফতর থেকে পদত্যাগের কথা নিশ্চিত করা হয়েছে বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।
প্রেসিডেন্টের পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে স্বাস্থ্যগত কারণেই ৭১ বছর বয়সী থিন পদত্যাগ করেছে। রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানেও তাকে শারীরিকভাবে দুর্বল দেখা গিয়েছিল।
মিয়ানমারে দীর্ঘ কয়েক দশকের সামরিক শাসন শেষ হওয়ার পর ২০১৬ সালের ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন থিন। তবে সর্বোচ্চ পদে থেকেও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তিনি ছিলেন অনেকটাই দর্শকের ভূমিকায়। নেপথ্যে থাকলেও, অং সাং সু চি-ই মিয়ানমারের সব নির্বাহী ক্ষমতার অধিকারী।
নির্বাচনে জয়লাভ করেও সাংবিধানিক বাধার কারণে সর্বোচ্চ পদে অসীন হতে পারেননি সু চি। নির্বাচনের আগে সামরিক জান্তা সরকার দেশটির সংবিধান সংশোধন করে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করে যেখানে বলা হয়, কারও সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য হবেন।
ধারনা করা হয়, শুধুমাত্র সু চি'র পথে বাধা সৃষ্টি করার জন্যই নতুন এই বিধান করা হয়। সু চি'র দুই সন্তান ব্রিটেনের নাগরিক।
Comments