দ্বন্দ্ব ভুলে এক পর্দায়
গেল বছরে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শিল্পীদের মধ্যেই বেশ দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এরপর, পরিচালক ও শিল্পীদের নিয়ে শাকিব খানের মন্তব্যের প্রেক্ষিতে সেই দ্বন্দ্ব আরও প্রকট হয়ে দেখা দেয়। চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্যে নিষিদ্ধও করা হয় ঢালিউডের এই সুপারস্টারকে।
যাহোক, সেসব এখন অতীত হয়ে গেছে। অতীতের সেই দ্বন্দ্ব সরিয়ে এখন এক সেটে কাজ করছেন শাকিব খান এবং শিল্পী সমিতির সভাপতি ও বিশিষ্ট অভিনেতা মিশা সওদাগর।
আজ (২১ মার্চ) দুপুরে এফডিসিতে এই দুই তারকাকে দেখা যায় আন্তরিক পরিবেশে। পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। কেননা, সেই চলচ্চিত্রে ক্যাপ্টেন খানের নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব। অভিনেত্রী হিসেবে তাঁর বিপরীতে থাকছেন বুবলি। সেই চলচ্চিত্রে দেখা যাবে মিশা সওদাগরকেও। গত বছরে ‘শুটার’ চলচ্চিত্রে তাঁদেরকে শেষ দেখা গিয়েছিল।
ভক্তরা আবারও এক পর্দায় দেখতে পাবেন এই দুই শক্তিমান অভিনেতাকে। পুরনো দ্বন্দ্ব ভুলে আবারও তাঁরা তাঁদের শিল্পীসত্ত্বা নিয়ে হাজির হবেন দর্শকদের সামনে।
Comments