উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে উদযাপন

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টার ফাইল ফটো

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। স্বল্পোন্নত দেশের গ্রুপ এলডিসি থেকে বাংলাদেশের বেরিয়ে আসার যোগ্যতা অর্জন উদযাপনের অংশ হিসেবে আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হলো।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) গত ১৫ মার্চ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং পরের দিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করে। আজ সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংবর্ধনা অনুষ্ঠানে চিঠিটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জনে দেশব্যাপী উদযাপনের করছে সরকার। দুই দিনের উদযাপনের প্রথম দিনে আজ দুপুরে রাজধানীর ৯টি স্থান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে। সন্ধ্যায় সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত বছরের অক্টোবরে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) এক রিপোর্টে বলা হয়, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য বাংলাদেশ ইতোমধ্যেই তিনটি শর্ত পূর্ণ করায় চলতি মার্চ মাসে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করবে।

এই তিনটি মানদ- হচ্ছে মাথাপিছু জাতীয় আর (জিএনআই), হিউম্যান অ্যাসেটস ইনডেক্স (এইচএআই) এবং ইকোনমিক ভালনারেবিলিটি ইনডেক্স (ইভিআই)।

জাতিসংঘের এই মানদণ্ড অনুযায়ী একটি দেশের মাথাপিছু জাতীয় আয় (জিএনআই) হবে ১,২৩০ ডলার বা তার বেশি। ২০১৬-১৭ অর্থবছরের শেষে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ১,৬১০ ডলার।

এই উত্তরণে একটি দেশের এইচএআই সূচক অবশ্যই ৬৬ অথবা বেশি এবং ইভিআই ৩২ অথবা নিচে থাকতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের সূচক যথাক্রমে ৭২.৯ এবং ২৪.৮।

এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের চূড়ান্তভাবে উত্তরণের জন্য ২০২৪ সালে জাতিসংঘের ঘোষণা পর্যন্ত তিনটি সূচকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

9h ago