‘বিশ্ব বিবেক’ নিয়ে সৈয়দ আব্দুল হাদী
গত ২০ মার্চ বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ‘বিশ্ব বিবেক’ গানটির অফিসিয়াল ভিডিও। গানটির ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই।
গানের কথা হলো- ‘মানুষের খুনে খুনে নদী হলো লাল/ বিস্ময়ে হতবাক এই মহাকাল/ জগতের বুকে এতো বীভৎস রূপ/ বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ।’
গানটি লিখেছেন কবি জাকির আবু জাফর। সুর ও সংগীতায়োজন করেছেন জোবায়েদ সুমন। ভিডিও তৈরি ও সম্পাদনা করেছেন সাদাত হোসাইন।
সৈয়দ আব্দুল হাদী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বর্তমান বিশ্বের যে অবস্থা, বিশেষ করে আমাদের যে অবস্থা রোহিঙ্গা নিয়ে- এই যে মানবতার অবমাননা- ইচ্ছা হলো এটার ওপরে একটা গান করার।”
গানটিকে সময়োযোগী হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “বেশ ভালো সাড়া পাচ্ছি। গানটি সময়োযোগী। তাই লোকজন ভালোভাবে গ্রহণ করছেন।”
গানটির ভিডিওতে সিরিয়ায় চলমান যুদ্ধ এবং মিয়ানমার থেকে গণহারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিতারণের দৃশ্য ব্যবহার করা হয়েছে।
Comments