বাংলাদেশের স্বাধীনতা দিবসে লাল-সবুজে গুগল ডুডল
বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল দিয়েছে। গুগলের ওয়েবসাইটের হোম পেজে এই ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলে ক্লিক করলে স্বাধীনতা দিবস উদযাপনের নানা খবর পাওয়া যাচ্ছে।
গুগলের ওয়েসসাইটে প্রবেশ করলেই বাংলাদেশের একটি পতাকা দেখা যাচ্ছে। পতাকার পেছনে রয়েছে বাংলাদেশের ভূপ্রকৃতির একটি ছবি। এর নিচে সবুজ জমিনের ওপর রয়েছে সাদা রঙে গুগল লেখা।
গতরাত ১২টা থেকে ডুডলটি প্রদর্শন করছে গুগল।
বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু ও বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে উৎযাপন করতে গুগল ডুডল প্রদর্শন করে। এর আগেও বাংলাদেশের জাতীয় দিবসে ডুডল করেছিল গুগল।
Comments