রাজস্থান রয়্যালসের নেতৃত্বও হারালেন স্মিথ

বল টেম্পারিং বিতর্কে জাতীয় দলের পর এবার আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বও হারিয়েছেন স্টিভেন স্মিথ। এই মৌসুমে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে আজিঙ্কা রাহানেকে।
Steve Smith
ফাইল ছবি: এএফপি

বল টেম্পারিং বিতর্কে জাতীয় দলের পর এবার আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বও হারিয়েছেন স্টিভেন স্মিথ। এই মৌসুমে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে আজিঙ্কা রাহানেকে।

সোমবার রাজস্থান তাদের অফিসিয়াল টুইটার থেকে নতুন অধিনায়ক হিসেবে রাহানের নাম ঘোষণা করে। দলটির অন্যতম সত্ত্বাধিকারী মনোজ বাদালে বলেন, ‘যেকোনো ব্যক্তির চেয়ে খেলা অনেক বড়। এই বানী আমরা মর্মে ধারণ করি।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দলটির কর্মকর্তা জুবিন বারুচা বলেন, ‘কেপটাউনে বল টেম্পারিং ইস্যু পুরো ক্রিকেট দুনিয়াকে উদ্বিগ্ন রেখেছে। আমরা বিসিসিআইর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। স্মিথের সঙ্গেও যোগাযোগ হয়েছে।’

এই মৌসুমে স্মিথকে দলে ভিড়িয়ে অধিনায়ক বানিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে মাঠে নামার আগেই হারালেন দায়িত্ব।

‘রাজস্থান রয়্যালসের স্বার্থে স্মিথকে অধিনায়ক পদ থেকে সরিয়ে নতুন আসরের প্রস্তুতি শুরু করা হয়েছে। দল আশা করে নতুন অধিনায়ক রাহানে সব সামলে নিতে পারবেন।’

শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাইন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট। দুই হাত দিয়ে বলের আকৃতি বদলের চেষ্টা করা তার একটি ফুটেজ ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তিনি পকেটে হলুদ রঙের শিরিষ কাগজ রাখছেন রাখছেন। পরে সেই কাগজ আবার পকেট থেকে তার আন্ডারগার্মেন্টসের ভেতর চালান করে দেন। আরেকটি ফুটেজে দেখা যায় কোচ ড্যারেন লেম্যান ও বদলি খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ওয়াকিটকিতে কথা বলছেন। হ্যান্ডসকম্ব পরে মাঠে ঢুকে বেনক্রফটকে কিছু একটা বলেন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিং করার কথা স্বীকার করেন বেনক্রফট। পাশে থাকা অধিনায়ক স্মিথ জানান, তিনি পুরো ব্যাপারটি জানতেন এবং লাঞ্চের বিরতির সময় দলের লিডারশিপ গ্রুপ মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। দেশটির প্রধানমন্ত্রী নিজের হতাশা জানিয়ে বক্তব্য রাখার পর টেস্টের মাঝপথেই অধিনায়ক পদ থেকে স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক পদ থেকে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দেওয়া হয়। রোববার খেলা চলাকালীন ঘোষণা আসে আইসিসির সাজার। বল টেম্পারিং করায় ক্যামেরন বেনক্রফটকে ৭৫% ম্যাচ ফি জরিমানা আর তিন ডিমেরিট দেওয় হয়। আর অধিনায়ক হিসেবে দায় স্বীকার করায় স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করা হয়, তার ম্যাচ ফির পুরোটাই জরিমানা হয়েছে। এবার এমন দুঃসময়ে আইপিএলের দল থেকেও পেলেন খারাপ খবর।

Comments

The Daily Star  | English

Corruption, zero-sum politics and democratic decline

Governments that score low in corruption indexes are more prone to use force and violence to control and suppress dissensions and protests.

3h ago