খালেদা অসুস্থ, নেওয়া হচ্ছে না আদালতে

জিয়া অরফানেজ মামলায় খালেদার জামিন বহাল
খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

অসুস্থ থাকায় খালেদা জিয়াকে আজ আদালতে নেওয়া হচ্ছে না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরার জন্য আজ তাকে বিচারিক আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল।

রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে বিচারাধীন দুর্নীতি মামলায় আজ খালেদাকে হাজির করার কথা ছিল। সে অনুযায়ী সকাল থেকেই আদালত এলাকাকে ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে খালেদার অসুস্থতার কথা জানিয়ে শেষ মুহূর্তে আর তাকে আদালতে নেওয়া হচ্ছে না।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিযুক্ত অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) আজ সকালে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারের অস্থায়ী আদালত থেকেই খালেদাকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন। আদালতে হাজির করা হলে আজ খালেদা তার কারাবাস শুরুর পর প্রথমবারের মত বের হতেন।

ক্ষমতা অপব্যবহার করে ট্রাস্টের জন্য অজানা উৎস থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের আগস্ট মাসে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

খালেদার বিরুদ্ধে এখন মোট ৩৪টি মামলা বিচারাধীন।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

41m ago