টাঙ্গাইলে ইউপি নির্বাচনে পুলিশের গুলিতে নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের আগে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। আজ মধ্যরাতের পর একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশ গুলি চালালে ওই ব্যক্তি মারা যান।
টাঙ্গাইল থেকে দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধি জানান, নিহতের নাম আব্দুল মালেক (৩২)। সাগরদিঘি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী বুলবুলি বেগমের আত্মীয়।
জানা গেছে গত রাত ৩টার দিকে সোনামুড়ি গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুষ্কৃতিকারীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালালে পুলিশ গুলি চালায়।
ঘাটাইল থেকে দুই কিলোমিটার দূরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তার লাশ পাওয়া গেছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গুলি চালানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে। “আমি শুনেছি সেখানে একজন নিহত হয়েছেন।”
শেষ খবর পাওয়া পর্যন্ত সহিংসতার কারণে ওই কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত ছিল।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন চলছে।
Comments