বিশেষ ম্যাচে ব্যাটিংয়ের প্রস্তুতি হলো না সাকিবের
স্পিনে মুন্সিয়ানা দেখালেন রায়হান উদ্দিন। পেসার সাইফুদ্দিনও মেলে ধরলেন নিজেকে। মাত্র ৯৬ রানে মাহমুদউল্লাহর দলকে গুটিয়ে বিশেষ ম্যাচে সহজ জয় পেল সাকিব আল হাসানের দল।
প্রিমিয়ার লিগের মাঝপথে হঠাৎ করে বিশেষ টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন। খেললেন প্রিমিয়ার লিগের সুপার লিগ ও রেলিগেশনে না থাকা ক্রিকেটাররা। বাংলাদেশের সামনে নেই কোন টি-টোয়েন্টি সিরিজও, এমনকি ঘরোয়া টি-টোয়েন্টিরও শীঘ্রই কোন খেলা নেই। আইপিএলের খেলা থাকায় যিনি এই ম্যাচ থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারতেন সেই সাকিবেরই থেকে গেল অনুশীলন ঘাটতি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের ম্যাচ ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় সাকিবের লাল দল।
বোলিংয়ে ১৮ রানে ১ উইকেট নিয়ে প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছিলেন সাকিব। লক্ষ্যটা মাত্র ৯৭ দেখে ব্যাট করতে উঠেছিলেন ওপেনিংয়ে। সেখানে হয়েছেন ব্যর্থ। তিন বাউন্ডারিতে মাত্র ১৫ রান করে ফেরেন তিনি।
সাকিবের প্রস্তুতির ভালো-মন্দের দিনে বল হাতে স্পিনার রায়হান উদ্দিন রাখলেন ছাপ। ২০ রানে ৩ উইকেট পেয়েছেন এই তরুণ।
ব্যাটিংয়ে নায়ক জাকির হাসান। ওপেন করতে নেমে খেলা শেষ করে দিয়ে আসেন তিনি। ওয়ানডাউনে নামা সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৯ রান।
এই ম্যাচে দিয়েই কোন দীর্ঘ সময় পর বল করার সুযোগ পেয়েছিলেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। মন্দ হয়নি তার বোলিং। ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
সবুজ দল: ১৭.৩ ওভারে ৯৬ (মারুফ ৭, রনি ২, সাদমান ৫, আল আমিন জুনিয়র ১, আরিফুল ১২, নাহিদুল ১৮, মাহমুদউল্লাহ ১১, তাইজুল ৪, দেলোয়ার ২০*, সাঈদ ৪, শুভাশিস ৭; সাইফ ২/১৩, শরিফুল ১/১০, অনীক ১/৬, সাকিব ১/১৮, আজিম ১/১৭, আফিফ ০/১১, রায়হান ৩/২০)
লাল দল: ১৬.১ ওভারে ৯৭/৪ (সাকিব ১৫, জাকির ৩৭*, সাব্বির ১৯, হৃদয় ৬, আফিফ ৪, জনি ১২*; দেলোয়ার ০/১৪, শুভাশিস ০/২৫, আল আমিন জুনিয়র ০/২, নাহিদুল ১/২০, জুবায়ের ১/১৫, তাইজুল ১/১৪, মাহমুদউল্লাহ ০/৬)
ফল: লাল দল ৬ উইকেটে জয়ী
Comments