ময়মনসিংহে ভবনে বিস্ফোরণ: একে একে চলে গেলেন সবাই
ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অপর এক ছাত্র আজ (৩০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মাগুরার দীপ্ত সরকার (২২) আজ সকাল সাড়ে নয়টার দিকে মারা যান।
এর আগে রাত একটার দিকে অপর কুয়েট ছাত্র এবং নওগাঁর অধিবাসী হাফিজুর রহমান হাফিজ (২৪) মারা যান। তার শরীরের ৫৫ ভাগ পুড়ে গিয়েছিল।
এছাড়াও, বিস্ফোরণে অপর আহত কুয়েটের শেষ বর্ষের ছাত্র এবং সিরাজগঞ্জের বাসিন্দা শাহীন গত ২৬ মার্চ ভোর রাতে ঢামেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়িতে একটি ছয়তলা ভবনে বিস্ফোরণে তৌহিদুল ইসলাম নামের কুয়েটের শেষ বর্ষের একজন শিক্ষার্থী মারা যান এবং অপর তিনজন দগ্ধ হন।
তৌহিদুলের বাড়ি বগুড়ায়। তিনি ময়মনসিংহ টেক্সটাইল মিলে ইন্টার্ন হিসেবে কাজ করছিলেন।
আহতদেরকে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই একে একে বাকি সবাই মারা যান।
এ ঘটনায় ভবনটির মালিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
Comments