সুচিকিৎসার জন্যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া দাবি বিএনপির
কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্যে বিদেশে নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (৩০ মার্চ) সরকারের কাছে এই দাবি জানান।
তিনি বলেন, “খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় আমরা খুবই উদ্বিগ্ন। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, খালেদার ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হোক।”
সুচিকিৎসা নিশ্চিত করার জন্যে দ্রুত বিএনপি প্রধানকে কারাগার থেকে মুক্তি দেওয়া দাবিও জানান মির্জা ফখরুল।
দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আজ এসব দাবি জানান।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, কারাগার থেকে মুক্তি দেওয়ার পর খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী দেশে বা বিদেশে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি প্রধানের সঙ্গে গতকাল মির্জা ফখরুলের নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়ে যায় খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতার কারণে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় দেওয়ার পর ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
Comments