মালয়েশিয়াকে ১০ গোল দিল বাংলাদেশের মেয়েরা
টুর্নামেন্টের প্রথম খেলায় মালয়েশিয়ার জালে ১০ গোল দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারী ফুটবল দল।
হংকংয়ে অনুষ্ঠিতব্য নারীদের জকি ক্লাব আন্তর্জাতিক ইয়ুথ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার সকালে মালয়েশিয়ার বিরুদ্ধে ১০-১ গোলে জয় লাভ করে বাংলার অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
শনিবার বিকালে বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরানের বিরুদ্ধে।
এদিকে, আয়োজক হংকংয়ের বিরুদ্ধে শুক্রবার বিকালে খেলার কথা রয়েছে ইরানের।
উল্লেখ্য, চার দেশীয় টুর্নামেন্টে প্রতিটি দল প্রতিটি দেশের বিরুদ্ধে খেলবে। এরপর, তালিকায় সেরা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
Comments