ভিসা আবেদনকারীদের ডিজিটাল গতিবিধি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম খতিয়ে দেখার কথা বিবেচনা করছে দেশটির সরকার। জঙ্গি মতাদর্শে দীক্ষিত কেউ যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সে জন্যে ভিসা আবেদনকারীদের ডিজিটাল গতিবিধি যাচাই করার কথা বলা হচ্ছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করেছে।
পররাষ্ট্র দপ্তরের এই প্রস্তাবটি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট এন্ড বাজেট দপ্তরের অনুমোদন লাগবে। এই প্রস্তাবটি গৃহীত হলে ইমিগ্রেন্ট ও নন-ইমিগ্রেন্ট সব ধরনের ভিসা প্রার্থীকেই আবেদনের সাথে তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের পাঁচ বছরের তথ্য যুক্ত করতে হবে।
বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় এক কোটি ৪৭ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের ভিসা নেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য ব্যবহার করে এই ভিসা আবেদনকারীদের পরিচয় সনাক্ত করতে চায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে গত বছরের মে মাস থেকেই কিছু ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম খতিয়ে দেখার জন্য দূতাবাস কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। সে সময় বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা প্রার্থীর কর্মকাণ্ড খতিয়ে দেখা যেতে পারে। তবে সব ভিসা আবেদনকারীর জন্য এটি প্রযোজ্য ছিল না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে এসেছেন, সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ কোনো ব্যক্তি যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে তার জন্য ভিসা আবেদনকারীদের কঠিন যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম ক্ষতিয়ে দেখার এই প্রস্তাব তার সেই বক্তব্যেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
Comments