গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন ১৫ মে
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এই দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাকিবুদ্দিন মণ্ডল গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
Comments