গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৮
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৬ জন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিপন বিশ্বাস (২৮), ঝালকাঠির নলছিটি উপজেলার অসিম মাঝি (৩৫) ও পটুয়াখালীর সদর উপজেলার হাসান মৃধা (৩০)।
Comments