হংকংকে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
মালয়েশিয়াকে ১০ গোল দিয়ে শুরু। পরের ম্যাচে ইরানকে ৮ গোল। আর শেষ ম্যাচে আজ স্বাগতিক হংকংকে ৬ গোলে ভাসিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। অর্থাৎ তিন ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২৪ গোল, খেয়েছে মাত্র একটি।
ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করা তহুরা খাতুন এই ম্যাচেও করেছেন হ্যাটট্রিক। চারজাতি অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের লিগ ভিত্তিক টুর্নামেন্টের শেষ ম্যাচে ড্র করলেই চলত গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। কিন্তু বাংলাদেশের মেয়েরা জিতেছে দাপটের সাথেই।
তহুরার তিন গোল ছাড়া বাকি তিন গোল করেন সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনির। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ বিরতির পর দেয় বাকি ৩ গোল।
গত ডিসেম্বরে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপেও অপরাজিত থেকে শিরোপা জিতেছিলেন বাংলাদেশ এই দল।
Comments