মিজানুরের ঝড়ো সেঞ্চুরিতে বিফলে গেল আশরাফুলের মন্থর সেঞ্চুরি

Mohammad Ashraful
লিগে আশরাফুলের পাঁচ সেঞ্চুরির চারটাতেই হারল তার দল। ফাইল ছবি

এই নিয়ে এবারের লিগে মোট পাঁচ নম্বর সেঞ্চুরি করলেন মোহাম্মদ আশরাফুল। সর্বশেষ তিন ম্যাচেই তার ব্যাট থেকে এলো সেঞ্চুরি। তবু এই পাঁচ সেঞ্চুরি চারটাতেই হারল তার দল। এবারও কিছুটা মন্থর গতিতে সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। জবাবে দ্রুত সেঞ্চুরি করে তাকে ম্লান করে দেন মিজানুর রহমান।

বিকেএসপির দুই ভেন্যুতেই লিগে রান পাচ্ছেন ব্যাটসম্যানরা।  এবার চার নম্বর মাঠে আগে ব্যাট করে আশরাফুলের সেঞ্চুরিতে ২৫২ করে কলাবাগান। জবাবে ৩৩ বল আর ৬ উইকেটে হাতে রেখে অনায়াসে জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। ১০৪ বলে ১১৫ রানের ইনিংস খেলে ব্রাদার্সের জয়ের নায়ক মিজানুর।

লিস্ট-এ ক্যারিয়ারে এই নিয়ে দশম সেঞ্চুরি করলেন আশরাফুল, যার ৫টাই এলো এবারের আসরে। কিন্তু সেঞ্চুরি করে দলকে জেতাতে পেরেছে মাত্র ১ ম্যাচ।

এই জয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। আগেই প্রথম বিভাগ নিশ্চিত হওয়া আশরাফুলদের কলাবাগানের জন্যে ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার।

টস জিতে ব্যাটিং স্বর্গে নেমে শুরুতেই ওপেনার ফয়সাল আহমেদকে হারিয়েছিল কলাবাগান। দ্বিতীয় উইকেটে ওয়ালিয়ুল করিমকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন আশরাফুল।  ৯৫ বলে ৭৯ রান করে তাতে বড় অবদান ওয়ালিয়ুলের। সোহারাওয়ার্দি শুভর বলে ওয়ালিয়ুল আউট হওয়ার পর মুনিম শাহরিয়ার ও ফারুক হোসেনকে নিয়ে আরও দুই জু্টিতে দলকে এগিয়ে নেন আশরাফুল। তবে তার রান তোলার গতি ছিল মন্থর। ইনিংসের শেষ বলে চার মেরে সেঞ্চুরি করার সময় বল খেয়েছেন ১৩৭টি। যাতে আছে ১০ চার।

২৫৩ রানের লক্ষ্য বিকেএসপির উইকেটে আহামরি কিছু না। দারুণ ব্যাট করে তার প্রমাণই দেন মিজানুর। ১০৪ বলে ১১ চার আর ৬ ছক্কার স্ট্রোক ঝলমলে ইনিংসে কলাবাগানকে উড়িয়ে দেন তিনি। টপ অর্ডারের বাকি তিন ব্যাটসম্যান বড় রান না পেলেও শেষ দিকে নেমে ৪৫ রানে অপরাজিত থেকে খেলা শেষ করে দেন ইয়াসির আলি। নাজমুস সাদাতের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগের টেবিলে সবার উপরে উঠে গেছে ব্রাদার্স। অগ্রনী ব্যাংকেরও সমান ১০ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে আছে তারা। ৪ এপ্রিল ব্রাদার্স-অগ্রণী ব্যাংকের ম্যাচেই ঠিক হবে কলাবাগানের সঙ্গে কে নেমে যাচ্ছে প্রথম বিভাগে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

41m ago