সিনেমার স্বাদ গানে!

আসিফ আকবর এবং আঁখি আলমগীরের দ্বৈত গানের আলাদা একটা রসায়ন রয়েছে। এর আগে তাঁদের দ্বৈত গান ‘বেসামাল’ শ্রোতাদের মন ছুঁয়েছিল। আবার দুজন একসঙ্গে আসছেন ‘টিপটিপ বৃষ্টি’ শিরোনামের গান নিয়ে।
গানের কথা ও সুর করেছেন তরুণ মুন্সী। ভিডিওটি নির্মাণ করেছেন ভাস্কর জনি।
গানটি নিয়ে আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আঁখির সঙ্গে প্রায়ই নতুন গান করার প্রস্তাব আসে। কিন্তু, দুজনে একসঙ্গে কাজ করার সময় একটু ভেবে কাজ করি। ‘টিপটিপ বৃষ্টি’ গানের সবকিছু পছন্দ হয়েছে বলেই গেয়েছি।”
“যারা আমাকে সিনেমায় দেখতে চেয়েছিলেন তাঁরা সেই স্বাদ পাবেন এই গানে,” যোগ করেন আসিফ।
আঁখি আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দুজনই চেষ্টা করেছি একটি ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দিতে। আমার বিশ্বাস নতুন এ গানে মুগ্ধ হবেন সবাই।”
গানটি আজ (২ এপ্রিল) রাতে ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর ব্যানারে প্রকাশিত হবে।
Comments