প্রবৃদ্ধিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে সরকার
চলতি ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধিতে বড় ধরনের ঊর্ধ্বগতি আশা করছে বাংলাদেশ সরকার। গত বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটিও ছাড়িয়ে যাবে বলে সরকারের ধারণা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সরকার আশা করছে চলতি বছরের প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশে পৌঁছতে পারে। বাজেটের সময় যা আশা করা হয়েছিল এটি তার চেয়েও বেশি। গত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ৭.৪ শতাংশ।
মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্রগুলো আজ বিকালে দ্য ডেইলি স্টারকে বলেন, গত আট মাসের প্রাপ্ত তথ্য থেকে জিডিপি প্রবৃদ্ধির এই ধারণা করা হচ্ছে। আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জনের অর্থবছরেই জিডিপি প্রবৃদ্ধির এই ঊর্ধ্বগতির খবর পাওয়া গেল।
Comments