প্রোটিয়াদের কাছে এই অস্ট্রেলিয়া যেন পাড়ার দল!

শেষ দিনে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৭ উইকেট। ওই কাজটা প্রথম সেশনেই সেরে নিয়েছে তারা। আরও স্পষ্ট করে বলতে গেলে মাত্র ৯০ মিনিটেই খেল খতম। ৪৯২ রানের জয় দক্ষিণ আফ্রিকার। বল-টেম্পারিং কেলেঙ্কারিতে জর্জরিত অস্ট্রেলিয়া যেন প্রোটিয়াদের কাছে পরিণত হয়েছিল রীতিমতো পাড়ার দলে।
South Africa Cricket
৬ উইকেট নিয়ে অসিদের ধসিয়ে দেন ফিল্যান্ডার। ছবি: এএফপি

শেষ দিনে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৭ উইকেট। ওই কাজটা প্রথম সেশনেই সেরে নিয়েছে তারা। আরও স্পষ্ট করে বলতে গেলে মাত্র ৯০ মিনিটেই খেল খতম। ৪৯২ রানের জয় দক্ষিণ আফ্রিকার। বল-টেম্পারিং কেলেঙ্কারিতে জর্জরিত অস্ট্রেলিয়া যেন প্রোটিয়াদের কাছে পরিণত হয়েছিল রীতিমতো পাড়ার দলে। 

অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারানোর দিনে ৩-১ ব্যবধানে সিরিজও পকেটে পুরেছে ফাফ ডু প্লেসির দল। এই টেস্ট দিয়েই  ক্যারিয়ারের ইতি টেনেছেন প্রোটিয়া পেসার মরনে মরকেল। তাকে স্মরণীয় জয় উপহার দিতে সেরা বোলিংটাই করেলেন আরেক পেসার ভারনন ফিল্যান্ডার। ২১ রানে ৬ উইকেট পেয়েছেন তিনি।

প্রায় ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সিরিজে হারালো দক্ষিণ আফ্রিকা। জোহেনেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মঙ্গলবার ৩ উইকেটে ৮৮ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু অস্ট্রেলিয়া। জেতার জন্য অসীদের দরকার ছিল ৬১২ রান, শেষ দিনেই দরকার ছিল ৫২৪।  ওই পর্বতে উঠা তো দূরে থাক কোনমতে দিন পার করে ড্র করার অবস্থাও তৈরি করত পারেনি তারা। ম্যাচ বাঁচাতে কোন রকম প্রতিরোধ দেখা যায়নি টিম পেইনদের। 

বল-টেম্পারিং কেলেঙ্কারিতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া যেন কোনমতে খেলা শেষ করতেই চেয়েছে। শেষ দিনে তাদের ইনিংস টিকেছে মাত্র ১৬ ওভার ৪ বল। ৩১ রানে শেষ ৭ উইকেট খুইয়ে ১১৯ রানে গুটিয়ে যায় তারা। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৮ রানের জবাবে ২১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে আরও ৩৪৪ রান যোগ করে এভারেস্টসম রানের বোঝা চাপায় ডু প্লেসিরা। সেই পাহাড়ের চাপায় পিষ্ট হয়েছে অস্ট্রেলিয়া।

এই টেস্টের আগেই বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নয় মাস নিষিদ্ধ হন ক্যামেরন বেনক্রফট। এই টেস্ট ছিল অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানেরও শেষ টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৮৮

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২১

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৪৪/৬ ডিক্লে.

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৬১২) ৪৬.৪ ওভারে ১১৯ (রেনশ ৫, বার্নস ৪২, খাওয়াজা ৭, হ্যান্ডসকম ২৪, শন ৭, মিচেল ০, পেইন ৭, কামিন্স ১, লায়ন ৯, সেয়ার্স ০, হেইজেলউড ৯*; রাবাদা ০/১৬, ফিল্যান্ডার ৬/২১, মহারাজ ১/৪৭, মর্কেল ২/২৮, মারক্রাম ০/৬)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানে জয়ী

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দ্য ম্যাচ: ভার্নন ফিল্যান্ডার

ম্যান অব দ্য সিরিজ: কাগিসো রাবাদা

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago