কুমিল্লায় কলেজ ছাত্রকে গলাকেটে হত্যা, গুলিবিদ্ধ ১
কুমিল্লায় রেসকোর্স কাঠেরপুল এলাকায় একটি বাড়ি থেকে এক ছাত্রের গলাকাটা লাশ ও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।
নিহত সাগর দত্ত(১৯) কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার সংকর দত্তের ছেলে। আহত সজীব সাহা ব্রাহ্মণবাড়িয়ার রাখাল সাহার ছেলে।
কুমিল্লার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া বলেন, তিন তলা বাড়ির দোতলায় তিনটি কক্ষ ভাড়া নিয়ে ছয়জন কলেজছাত্র থাকতেন। সকালে গুলির শব্দ পেয়ে ভবনের অন্য বাসিন্দারা মেঝেতে সাগরের গলাকাটা লাশ ও আহত অবস্থায় সজীবকে দেখতে পায়।
ঘটনার পর থেকে অন্য দুই কক্ষে থাকা চারজন আত্মগোপনে রয়েছেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত সজীবকে সেখানে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
Comments