‘টাইগারের’ সঙ্গে আটকে গেছে ৮০০ কোটি রুপি

বিপন্ন কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে ‘এক থা টাইগার’-এর অভিনেতা সালমান খান কারাগারে যাওয়ায় বলিউডে আটকে গেছে ৮০০ কোটি রুপি। সে কারণে চিন্তিত মুম্বাইয়ের ফিল্মিস্তান।
Salman Khan in Jodhpur Jail
ভারতের যোধপুর কারাগারের ভেতরে সালমান খান। ছবি: সংগৃহীত

বিপন্ন কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে ‘এক থা টাইগার’-এর অভিনেতা সালমান খান কারাগারে যাওয়ায় বলিউডে আটকে গেছে ৮০০ কোটি রুপি। সে কারণে চিন্তিত মুম্বাইয়ের ফিল্মিস্তান।

বলিউড ট্রেড অ্যানালিস্ট কোমল নেহতার মতে, “যদি সালমান জামিন না পান, তাহলে বলিউডে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। কেননা, সেখানে খুব কম সুপারস্টারই রয়েছেন যারা ছবির সাফল্যের নিশ্চয়তা শুধু নয়, বিশাল সাফল্যের নিশ্চয়তা দিতে পারেন।”

“সবচেয়ে বড় সঙ্কট দেখা দিবে ‘রেস থ্রি’ ছবিটি নিয়ে। কেননা, আর মাত্র চার-পাঁচ দিনের শুটিং বাকি ছিল এই ১২৫ কোটি রুপি ছবিটির,” যোগ করেন নেহতা। আগামী ঈদ উপলক্ষে ১৪ জুন ‘রেস থ্রি’ মুক্তি দেওয়ার কথা রয়েছে।

আরেকটি বড় প্রকল্প ‘ভারত’-ও আটকে গেল সালমান খানের সঙ্গে। এই ২০০ কোটি রুপির চলচ্চিত্রটির শুটিং আগামী জুনে শুরু করার কথা ছিল।

সালমানের আরও বড় প্রকল্পের মধ্যে রয়েছে ‘কিক টু’। এর বাজেট ধরা হয়েছে ১০০ কোটি রুপি। আগামী বছরের শুরুতে এর শুটিং শুরু হয়ে বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল।

সালমানের সঙ্গে আরও আটকে গেছে ‘দাবাং থ্রি’-র চুলবুল পান্ডেও!

প্রযোজক হিসেবে সালমান ছিলেন ভগ্নিপতি আয়ূশ শর্মার ‘লাভরাত্রি’-র সঙ্গে। ছবিটি আগামী সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

খবরে প্রকাশ, টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০টি পর্বে কাজ করার জন্যে সালমানের সঙ্গে ৭৮ কোটি রুপির চুক্তি হয়েছে। সেই পর্বগুলো আগামী জুন থেকে সম্প্রচারিত হওয়ার কথা।

উল্লেখ্য, ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৭ সালে বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’-এর মোট আয় ছিল ২৩২ কোটি রুপির বেশি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Six die of dengue in a day

At least six dengue patients have died in the past 24 hours till this morning, marking the highest number of single-day dengue deaths recorded this year

39m ago