কমনওয়েলথে রুপা এনে দিলেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি

baki billah
আব্দুল্লাহ হেল বাকি

কমনওয়েলথ গেমসের বেশিরভাগ ইভেন্টেই বাংলাদেশের স্লোগান, “অংশগ্রহণই বড় কথা”। একটু আধটু আশা করা হয় শ্যুটিং থেকে। সেই শ্যুটিং নিরাশ করেনি এবারও। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদক জয় করেছেন আব্দুল্লাহ হেল বাকি

রবিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বেলমন্ট শুটিং সেন্টারে ২৪৪.৭ স্কোর করে রৌপ্য জিতেন বাকি।

গেমসে বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে প্রত্যাশা ছিল বাকিকে ঘিরেই। উদ্বোধনীতে দেশের পতাকাও বহন করেন তিনি।

কোয়ালফিকেশন রাউন্ডে ৬১৬ স্কোর নিয়ে ছয়ে থেকে ফাইনালে উঠেছিলেন বাকি। বাংলাদেশের অন্য প্রতিযোগী রাব্বি হাসান ৬০৭.৬ স্কোর করে হয়েছিলেন চতুর্থদশ। ফাইনালে গিয়ে বাকি আরও এগিয়ে দেশকে এনে দেন পদক। ২০১৪ সালেও রোপা জিতেছিলেন অভিজ্ঞ এই শ্যুটার।

একই দিনে মেয়েদের একই ইভেন্ট থেকে সুখবর নেই। বাংলাদেশের কেউ ফাইনালেই উঠতে পারেননি।

২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে ভারতের অভিনব বিন্দ্রাকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন শ্যুটার আসিফ হোসেন খান। এই আসরে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য হয়ে আছে এটাই। ।

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

10h ago