কোটা সংস্কারের দাবিতে অবরুদ্ধ শাহবাগ

anti quota protesters at Shahbagh
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ। ছবি: রাশেদ সুমন/ স্টার

চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটার সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ (৮ এপ্রিল) কার্যত অচল করে রেখেছেন রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড়।

আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিচ্ছেন।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগিয়ে গেলে সেই এলাকায় যান চলাচল থেমে যায়।

পরিষদের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া বলেন, “জাতীয় সংসদের চলমান অধিবেশনে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে কোন সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন।

আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক কিছুক্ষণের জন্যে অবরোধ করে রেখেছিলেন।

এছাড়াও, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানব বন্ধনের পাশাপাশি প্রতিবাদ মিছিল বের করেন।

এরপর, তারা একই দাবিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক কিছুক্ষণের জন্যে অবরোধ করে রাখেন।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সরকারি চাকরিতে কোটা বরাদ্দ কমাতে হবে এবং কোটার মাধ্যমে উপযুক্ত ব্যক্তি না পাওয়া গেলে খালি পদে মেধার ভিত্তিতে চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে।

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor seeks Interpol Red Notice for Hasina's arrest

"As an international policing agency, Interpol has been requested to take necessary steps to ensure her arrest"

1h ago