সিলেটে বৃষ্টি বিঘ্নিত দিনে লিটনের ব্যাটে রান
দিনের প্রথমভাগে দক্ষিণাঞ্চলের ইনিংসের শেষের দিকে ঝড় তোলেন দেলওয়ার হোসেন, দ্বিতীয় সেশন ভেসে যায় বৃষ্টিতে। শেষ সেশনে ৩ উইকেট হারানো পূর্বাঞ্চলকে পথে রেখেছেন লিটন দাস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ৭ উইকেটে ২৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা দক্ষিণের ইনিংস আরও অনেক দূর যেতে পেরেছেন দেলোয়ারের কারণে। ৬৪ বলে ২ ছক্কা আর ৮ চারে ৬৩ রান করেন দেলোয়ার। গুটিয়ে যাওয়ার তার দল পায় ৪০৩ রানের পূঁজি। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট ৯৫ রান তুলেছেন পূর্বাঞ্চল। লিটন দাস অপরাজিত আছেন ৬০ রান করে।
বিসিএলের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনে মেঘলা অবস্থায় খেলা শুরু হয় সিলেটে। দুপুরেই নামে বৃষ্টি।
৪০৩ রানের জবাবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৩৭ রানেই ফিরে যান আফিফ হোসেন ও ইমতিয়াজ হোসেন। চারে নেমে মোহাম্মদ আশরাফুল টিকে ছিলেন অনেকক্ষণ। ৫৯ বলে ধুঁকতে ধুঁকতে ১২ রানে পৌঁছেই আব্দুর রাজ্জাকের বলে কাটা পড়েন তিনি। এক প্রান্তের ব্যাটসম্যানদের নড়বড়ে অবস্থার মধ্যে অবিচল ছিলেন লিটন দাস, ছিলেন স্বছন্দ। ১০৭ বলে ৭ চারে ৬০ রানে অপরাজিত আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এর আগে নুরুল হাসান সোহান আর দেলোয়ারের ব্যাটে এগোয় দক্ষিণাঞ্চল। দেলোয়ারের আউটের পর ৪৪ রানে অপরাজিত থাকা সোহানকে আর সঙ্গ দিতে পারেননি কেউ।
Comments