ভিসির বাড়িতে হামলাকারীদের বিচার করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (১১ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে বিদ্যমান কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে দেওয়া বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাড়িতে আক্রমণের তীব্র নিন্দা করেন।
তিনি বলেন, “সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা হলো ভিসির বাড়ি আক্রমণ। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ঐ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার উপযুক্ত না। বা তারা ওখানকার ছাত্র বলে আমি মনে করি না। কারণ কোন শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না। এভাবে আঘাত করতে পারে না।”
এ হামলার বিচার চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভিসির বাড়ি কারা ভেঙ্গেছে, লুটপাট কারা করেছে। লুটের মাল কোথায় আছে, কার কাছে আছে ছাত্রদেরকে তা খুঁজে বের করে দিতে হবে। সেই সঙ্গে যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে।”
“ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা মাঠে নামিয়েছি। এটা তদন্ত করে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমি শিক্ষক-ছাত্র সবার সহযোগিতা চাই। কারণ, এতো বড় অন্যায় আমরা কোনোভাবে মেনে নিতে পারি না,” যোগ করেন শেখ হাসিনা।
Comments