নববর্ষ উদযাপন শৃঙ্খলিত না করার দাবি
উন্মুক্ত জায়গায় বর্ষবরণের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে সরকারের নির্দেশনায় তীব্র আপত্তি জানিয়েছেন নারী অধিকার সংগঠনের নেতৃবৃন্দ। পহেলা বৈশাখের অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল বলেন, পহেলা বৈশাখে বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত ও এর পরে হয়রানির ঘটনা ঘটলে দায়িত্ব না নেওয়ার ঘোষণার মাধ্যমে সরকার পক্ষান্তরে অপরাধীদেরকেই সুযোগ করে দিয়েছে।
আজ জাতীয় প্রেসক্লাবে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। কে কখন ঘরে থাকবে আর কখন বাইরে থাকবে তা ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। ব্যক্তিই এর সিদ্ধান্ত নিবেন।
২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের দিন যৌন হয়রানির ঘটনার পর নারী নিরাপত্তা জোট গঠন করা হয়।
পহেলা বৈশাখ উদযাপন নিয়ে সরকারের কাছে চারটি দাবি উত্থাপন করা হয়:
১. সময়ের বাধ্যবাধকতা তুলে নিতে হবে
২. খোলা জায়গা নারী ও পুরুষ সবার জন্য উপযুক্ত করতে হবে
৩. নারীদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে হবে
৪. যৌন হয়রানির ঘটনায় জড়িতদের বিচার করতে হবে
মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মহুয়া লিয়া ফুলিয়া সংবাদ সম্মেলনে এসব দাবির কথা পড়ে শোনান।
Comments