নওয়াজ শরিফকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা

​দুর্নীতির দায়ে পাকিস্তানের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এই রায়ের ফলে তিনি আর কখনও পাকিস্তানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
nawaz sharif
পকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: এএফপি

দুর্নীতির দায়ে পাকিস্তানের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এই রায়ের ফলে তিনি আর কখনও পাকিস্তানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

সুপ্রিম কোর্টের রায়ের বরাত দিয়ে দ্য ডন অনলাইনের খবরে বলা হয়, নৈতিক স্খলনের অভিযোগে সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী নওয়াজকে বরখাস্ত করা হয়েছিল তাতে তিনি আজীবনের জন্য অযোগ্য হয়ে গেছেন। সংবিধানের ওই অনুচ্ছেদে সাংসদ থাকার জন্য একজনকে “সৎ ও ন্যায়পরায়ণ” থাকার কথা বলা হয়েছে। আর এই অনুচ্ছেদ অনুযায়ী কাউকে অযোগ্য করা হলে তিনি আজীবনের জন্যই অযোগ্য হবেন।

২০১৭ সালের ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় নওয়াজ শরিফকে বরখাস্ত করার রায় দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত।

Comments