গুগল ডুডলে বাংলা নববর্ষ
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজটি আজ (১৪ এপ্রিল) সাজিয়েছে পহেলা বৈশাখের আমেজে।
হোমপেজে গুগল তার নিজের সাধারণ লোগোর পরিবর্তে দিয়েছে একটি রঙিন হাতির ছবি। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ঢাকার চারুকলার মঙ্গল শোভাযাত্রাকে প্রতীকী হিসেবে এই ডুডলে তুলে ধরা হয়েছে। এর নিচে ছোট চাকার মতো করে গুগল শব্দটি লেখা হয়েছে। এছাড়াও, ডুডলের নকশায় রয়েছে শোভাযাত্রায় ফেস্টুন হাতে অংশ নেওয়া জনতার ছবি।
গুগলের হোমপেজে দেখানো এই বিশেষ নকশাই ডুডল হিসেবে পরিচিত। বিশেষ বিশেষ দিনে এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু ও বিশেষ আবিষ্কারসহ বিভিন্ন বিষয় ও ঘটনার গুরুত্ব সবার সামনে তুলে ধরতে সার্চ ইঞ্জিনটি এমন বিশেষ আয়োজন নিয়মিতভাবে করে থাকে।
বাংলাদেশের বিশেষ দিনগুলো উপলক্ষেও থাকে গুগলের বিশেষ আয়োজন। সর্বশেষ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসটিকে ডুডলের মাধ্যমে উদযাপন করে গুগল।
Comments