সেই ২ বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানের সময় অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ।
২০১৬ সালের ২৭ অক্টোবরের সেই ঘটনার অভিযোগপত্র আজ (১৫ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর কাছে দাখিল করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এবং শাহবাগ থানার উপ-পরিদর্শক ইকরামুল ইসলাম ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন এবং ওয়ারী থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমানের বিরুদ্ধে ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
২০১৬ সালের ২৭ অক্টোবর ফুটপাতে অবৈধভাবে বসা হকার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হকার উচ্ছেদ টিমের মধ্যে সংঘর্ষের সময় সাব্বির এবং আশিকুরের অস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়ার ছবি বিভিন্ন বাংলা দৈনিকে ছাপা হয়।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই মামলায় আদালতে আত্মসমর্পণের পর অভিযুক্তরা জামিন প্রার্থনা করলে গত বছরের ৯ ফেব্রুয়ারি আদালত তা নাকচ করে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন। পরে, তারা জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন।
Comments