কেবল নিজের জন্যে চিন্তা করা ভুল ছিল: মুমিনুল

Mominul Haque
মুমিনুল হক। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিসিএলের প্রথম তিন রাউন্ডে সর্বাধিক রান ছিল মুমিনুল হকের। ব্যক্তিগত কারণে ছিলেন না চতুর্থ রাউন্ডে। ওই সময় তাকে ছাড়িয়ে গেছেন আরও দুজন। তবে এসব ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে পূর্বাঞ্চলকে চ্যাম্পিয়ন করানোই গুরুত্বপূর্ণ মুমিনুলের কাছে।

৪ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ৫৫৮ রান নিয়ে এক নম্বরে আছেন তুষার ইমরান। সমান ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪২৭ রান করে দুইয়ে লিটন দাস। ৩ ম্যাচে ২ সেঞ্চুরিসহ মুমিনুলের রান ৩৮২। ওমরাহ পালন শেষে অনুশীলনে ফিরে নিজেকে ঝালাই করে নিচ্ছেন।

রোববার অনুশীলন শেষে সর্বোচ্চ রান করার হাতছানি প্রশ্নে জানালেন আগে নিজের জন্য চিন্তা করে খেলে ভুল করেছেন। এখন সে ভুল আর করতে চান না, ‘না, এই জিনিসটা আমার মাথায় থাকবে না। আপনি যখনই সর্বোচ্চ রান করার চেষ্টা করবেন, চিন্তা করবেন, তার মানে হলো আপনি নিজের জন্য চিন্তা করতেছেন। এভাবে আগে চিন্তা করতাম, সেটা ভুল ছিলো, এখন বুঝি। সুতরাং আমি ওভাবে চিন্তা করে খেলবো না।’

চার রাউন্ড শেষে মুমিনুলের পূর্বাঞ্চল শিরোপা দৌঁড়ে আছে বেশ ভালোভাবেই। সবগুলো ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসের লিডের সুবিধা নিয়ে ৩৯ পয়েন্ট তাদের। ৪ ম্যাচের ১টিতে জয় আর বাকি তিন ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে এক নম্বরে উত্তরাঞ্চল। শেষ দুই রাউন্ডের দিকেই তাই চোখ মুমিনুলদের, দল চ্যাম্পিয়ন হলে ব্যক্তিগত অর্জন এমনিতেই পায়ে লুটাবে  ‘দল হিসেবে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দলকে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করবো। একটা দল যখন চ্যাম্পিয়ন হবে, তখন দেখবেন যে তালিকায় তাদের ব্যাটসম্যানরাই উপরে থাকবে।’

জাতীয় দলের খেলা না থাকায় এবার বেশিরভাগ তারকাই খেলছেন বিসিএলে। টেস্টের বাইরে অন্য কোন ফরম্যাটে জায়গা না থাকায় ঘরোয়া দীর্ঘ পরিসরে এমনিতেই নিয়মিত মুমিনুল। সবার জন্যেই ঘরোয়া ক্রিকেট গুরুত্বপূর্ণ বলে মত তার, ‘আমার কাছে মনে হয় যে, জাতীয় লিগ বলেন, বিসিএল বা যাই বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সবই গুরুত্বপূর্ণ। আমার তো শুধু টেস্ট খেলা হয়, সুতরাং আমি খুব মন দিয়ে খেলি।’

মুমিনুলকে ওয়ানডেতে ফেরানো নিয়ে নানা সময়েই উঠে আলোচনা। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজাও বিশ্বকাপ ভাবনায় রেখেছেন তাকে। তবে মুমিনুল নিজে অতো সতো ভেবে ঘুম হারাম করতে রাজি নন। তার কথা টেস্টে ধারাবাহিক হলে এমনিতেই ডাক পড়বে অন্য সংস্করণে, ‘এ বিষয়ে অনেক কথা হয়েছে। একই উত্তর দেই— ওয়ানডেতে আমার খেলতেই হবে সেভাবে চিন্তা করি না। টেস্টে যদি খুব ভালো ও ব্যতিক্রমী পারফর্ম করি, তাহলে এমনিতেই ওয়ানডেতে সুযোগ পাবো।’

 

 

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

21m ago