সিরিয়া থেকে মার্কিন সেনাদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নেওয়া হবে: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে যত দ্রুত সম্ভব সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস।
US soldiers in Syria
সিরিয়ায় মোতায়েন করা ইউএস স্পেশাল অপারেশনস ফোর্সেস এর কয়েকজন সদস্য। ছবি: এএফপি ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে যত দ্রুত সম্ভব সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস।

তবে সিরিয়ার ব্যাপারে মার্কিন মিশনের সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি বলেও গতকাল (১৫ এপ্রিল) হোয়াইট হাউস উল্লেখ করে। খবর এএফপি’র।

প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, “সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মিশন অপরিবর্তিত রয়েছে। প্রেসিডেন্ট সুস্পষ্টভাবে বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি মার্কিন সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে চান।”

সিরিয়ায় দীর্ঘদিন অবস্থানের ব্যাপারে প্যারিস ট্রাম্পকে বুঝিয়েছে- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো একথা বলার কয়েক ঘণ্টা পর স্যান্ডার্স এ কথা জানান।

তিনি আরও বলেন, “আমরা আইএস-কে সম্পূর্ণভাবে নির্মূল করতে বদ্ধপরিকর। এছাড়া, আমরা সেখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাই যেটা তাদের ফিরে আসাকে প্রতিরোধ করবে। আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদাররা এ অঞ্চলের নিরাপত্তার জন্য সামরিক ও আর্থিক উভয় ক্ষেত্রেই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা করছি।”

Comments