ফেসবুককে অবশ্যই আইনের সামনে দাঁড়াতে হবে: মার্কিন বিচারক
গ্রাহকের অনুমতি ছাড়া অবৈধভাবে ফেসিয়াল রিকগনিশন প্রক্রিয়া শুরু করার জন্যে ফেসবুককে আইনের মুখোমুখি হতে হবে বলে গতকাল (১৬ এপ্রিল) রুল জারি করেছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক।
গত কয়েক সপ্তাহ থেকে ফেসবুকের মাধ্যমে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত গোপন তথ্য বেহাত হওয়ার প্রসঙ্গটি এনে ব্যবহারকারীদের উদ্বেগের বিষয়টিও রুলিংয়ে উল্লেখ করা হয়।
ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস ডোনাটো সান ফান্সিসকোর ফেডারেল আদালত থেকে এই রুল জারি করেন।
এ বিষয়ে ফেসবুক জানায়, তারা রুলিংটি পর্যালোচনা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, “আমরা এখনো বিশ্বাস করি যে এই মামলার কোন ভিত্তি নেই। আমরা সাহসিকতার সঙ্গে এর মোকাবেলা করবো।”
উল্লেখ্য, ২০১৫ সালে বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে ফেসবুক ব্যবহারকারীরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল।
Comments