ক্রিকেটারদের ফুটবল খেলে চোট: বিধিনিষেধের পক্ষে মিনহাজুল

Minhajul Abedin Nannu
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ফাইল ছবি: একুশ তাপাদার

শখের ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছেন নাসির হোসেন। অনুশীলনে গা গরমের ফুটবলে মুশফিকুর রহিমের গোড়ালিতে লেগেছে চোট। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে ক্রিকেটারদের এমন ফুটবল খেলায় টানতে হবে রাশ।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর সিরাজগঞ্জে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে শখের ফুটবল খেলতে নামেন নাসির হোসেন। শখ মিটাতে গিয়ে আসে বড় বিপদ। পড়ে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে অন্তত ছয় মাস লাগতে পারে এই অলরাউন্ডারের।

বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডে একই রকমভাবে চোটে পড়েন মুশফিক। অনুশীলনে গা গরমের ফুটবল খেলার সময় বা পায়ের গোড়ালির চোটে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এই দুই ক্রিকেটারের ফুটবলে পাওয়া চোট নিয়ে উদ্বিগ্ন মিনহজুল ফুটবল খেলায় বিধি নিষেধের পক্ষে,  ‘এখন তো এটা নিয়ে অবশ্যই একটা বিধিনিষেধ থাকতেই হবে কারণ বেশিরভাগ খেলোয়াড় এখন ফুটবলে ইনজুরি হচ্ছে,  এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারা নিশ্চয়ই এই  নিয়ে আলোচনা করবে।’

নাসিরের চোটে পড়ার পর বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এই ধরনের চোটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, ‘'ইনজুরি তো বলে-কয়ে আসে না। খেলতে গেলে হতেই পারে। তবে অনেক সময় ক্রিকেটাররা ক্রিকেট খেলার চেয়ে ফুটবল বা অন্যান্য খেলা খেলতে গিয়ে নিজেদের বেশি ইনজ্যুরড করে। এটার বেশ কিছু কারণ আছে। ওরা ক্রিকেটে স্কিলফুল, কিন্তু ফুটবলে তো স্কিলফুল না। স্কিলের অভাব থাকে। পাশাপাশি সবাই সমমানের ফুটবলার না। কাজেই ঘাটতির জায়গা আছে।’

Comments

The Daily Star  | English

BDR carnage rooted in 'long-term plot', says investigation commission

It was abetted by intelligence failures, gross negligence, and the involvement of several political figures, according to the commission chief

41m ago