রাজশাহীতে রাজ্জাকের ছয় উইকেট
অল্প রানে গুটিয়ে প্রথম দিনই ম্যাচের লাগাম হাতছাড়া করেছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয় দিনে বল হাতে জ্বলে উঠেন আব্দুর রাজ্জাক। তবু মধ্যাঞ্চল পেয়ে গেছে বড় লিড।
বুধবার রাজশাহীতে বিসিএলের পঞ্চম রাউন্ডের খেলায় প্রথম ইনিংসে ৩০২ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল। আগের দিন দক্ষিণাঞ্চলের ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৯১ রানে। ১১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ৫০ রান তুলেছে দক্ষিণাঞ্চল।
আগের দিনের ২ উইকেটে ১৫৪ রান নিয়ে নেমে বেশি দূর যেতে পারেনি মধ্যাঞ্চল। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় প্রথম সেশনের পুরোটাই ভেসে যাওয়ার পর স্পিন ভেল্কি দেখিয়েছেন রাজ্জাক। প্রথম শ্রেণিতে ৩২তমবারের মতো ৫ উইকেট নেন তিনি। ৩১ ওভার বল করে ১০৬ রানে ৬ উইকেট অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের। প্রথম দিন ৬৬ রানে অপরাজিত সাদমান ইসলাম ৯৩ রান করে আউট হয়ে যান। ৪৪ করেন আব্দুল মজিদ, ইরফান শুকুরের ব্যাট থেকে আসে ৫৪ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ১৪ রান করে।
১১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণাঞ্চল ১ উইকেটে ৫০ রান করে দিন শেষ করেছে।
Comments