৩ চাকার যানবাহনও করের আওতায় আসবে

সিএনজি চালিত অটোরিকশা ও ইঞ্জিন চালিত তিন চাকার সব ধরনের যানবাহন করের আওতায় আসতে চলেছে। আগামী বাজেটে এ নিয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে। ঢাকায় আজ এক প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই কথা জানিয়েছেন।
গাড়ি ও পরিবহন খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আগামী অর্থবছর থেকেই সিএনজি চালিত অটোরিকশা মালিকদের ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার (টিআইএন) থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। এই খাতের নেতারাও ট্রেড লাইসেন্স ও টিআইএন নেওয়ার ব্যাপারে তাদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। ব্যাটারি চালিত অটো রিকশাও এর আওতায় থাকবে।
ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলার এসোসিয়েশনের সভাপতি মো. আসলাম আলী জানান, বর্তমানে প্রায় ২০ হাজার সিএনজি চালিত অটোরিকশা ঢাকার রাস্তায় চলাচল করছে।
Comments