সুবাতাস এনে দেওয়ার ছবি ‘আলতা বানু’

alta banu
জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন ও রিক্তা। ছবি: সংগৃহীত

সাংবাদিক-লেখক অরুণ চৌধুরীর পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আলতা বানু’ আজ ২০ এপ্রিল মুক্তি পেয়েছে ঢাকাসহ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে।

ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে বৃন্দাবন দাসের চিত্রনাট্যে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতা বানু’ দুই বোনের এক অনন্য গল্প শোনায়। দুই বোন আলতা ও বানু- হরিহর আত্মা। কিন্তু, ঘটনা পরম্পরায় আলাদা হয়ে যায় তারা। বানুকে খুঁজতে বের হয় আলতা। কিন্তু, আবার কি দেখা হবে তাদের?

ছবিটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

ছবির পরিচালক অরুণ চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “যখন ‘আলতা বানু’ ছবিটা করার ভাবনা ইমপ্রেসকে জানালাম, তখন তারা আমার পাশে এসে দাঁড়ালেন। এখন ভালো ছবির সময় এসে গেছে। আমি চাই, দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখুক। তাদের মন্তব্য জানাক। সত্যিকার অর্থে ঝড়ের মধ্যে সুবাতাস এনে দেওয়ার মতো একটি ছবি এটি।”

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago