উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি স্থগিত

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি স্থগিত
উত্তর কোরিয়া বলেছে পারমাণবিক সক্ষমতা প্রমাণিত হওয়ায় অস্ত্র পরীক্ষার প্রয়োজন নেই। ছবি: এএফপি

সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষার কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, “২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া আর পারমাণবিক বোমা ও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে না।” এই সিদ্ধান্তের কারণ হিসেবে প্রেসিডেন্ট বলেছেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা এখন “প্রমাণিত” তাই এ ধরনের পরীক্ষার আর প্রয়োজন হবে না।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে ঐতিহাসিক আলোচনা শুরুর প্রাক্কালে উত্তর কোরিয়ার দিক থেকে এই ঘোষণা এলো। উত্তর কোরিয়া এখন ওই আলোচনার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে দেশটির নেতা বেইজিং সফর করে গেছেন। কয়েক দশক পর আগামী সপ্তাহে প্রথম বারের মত দুই কোরিয়ার নেতারা আলোচনায় মিলিত হবেন। এর পর জুনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন কিম জং উন। এই দুটি দেশ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত রেখেছে।

অস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা আসার পর পরই টুইট করে একে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, “উত্তর কোরিয়া ও সারা পৃথিবীর জন্যই এটি অনেক বড় সুসংবাদ—অনেক বড় অগ্রগতি!” দক্ষিণ কোরিয়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে “অর্থবহ অগ্রগতি” আখ্যা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Inflation pushes people to compromise on priorities: commerce adviser

Sk Bashir Uddin says he will work hard together with everyone to control commodity prices

1h ago