আগামীকালের ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ মে

hsc exams
এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

আগামীকালের (২৩ এপ্রিল) ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার ভূগোল দ্বিতীয় পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।

ঢাকা ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডের এক ঘোষণায় আজ (২২ এপ্রিল) বিকালে এ কথা বলা হয়।

এডুকেশন বোর্ডের সেক্রেটারি শাহেদুল কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ময়মনসিংহের একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয় পর্বের এক সেট প্রশ্নপত্র খুলে ফেলা হয় বলে আগামীকালের পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন প্রশ্নপত্রে ভূগোল দ্বিতীয় পর্বের পরীক্ষাটি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

Comments