চোটের মিছিলে মাহমুদউল্লাহও
নাসির হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের পর মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটারদের যেন চোটের মিছিল চলছে। এবার ডান পায়ের গোড়ালির চোটে বিসিএলের শেষ রাউন্ড খেলতে পারছেন না মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর চোটটা অবশ্য পুরনো। রাজশাহীতে বিসিএলের পঞ্চম রাউন্ডের গোড়ালিতে ফের ব্যথা পান তিনি। প্রথম ইনিংসে ব্যাট করার পর আর নামেননি মাঠে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় মঙ্গলবার থেকে শুরু বিসিএলের শেষ রাউন্ডে খেলছেন না তিনি।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মাহমুদউল্লাহকে বিশ্রাম নিতে বললেও চোটকে গুরুতর কিছু মনে করছেন না, ‘চোটটি অনেক পুরনো। শেষ ম্যাচে সে আবার ডান পায়ের গোড়ালিতে চোট পায়। যদিও এটা গুরুতর কিছু নয় তবু তাকে বিশ্রামে নিতে বলা হয়েছে।’
জাতীয় দলের খেলা না থাকায় চোটের মিছিল থাকলেও বিপদে পড়ছে না বাংলাদেশ। চলমান বিসিএলের পরে ঘরোয়া ক্রিকেটেও আছে লম্বা বিরতি। এই সময়ে ক্রিকেটাররা বিশ্রামে থাকার সুযোগ পাবেন। পরের সিরিজের আগে চোট কাটিয়ে উঠার জন্যে যথেষ্ট সময় আছে বলে মনে করছেন বিসিবির চিকিৎসক।
সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বছরের বাকিটা সময় ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা।
Comments