মজিদ, সাদমানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে মধ্যাঞ্চল
শিরোপা জেতার সুযোগ নেই মধ্যাঞ্চলের সামনে। শেষ রাউন্ডের ম্যাচটি তাদের কাছে কেবল নিয়ম রক্ষার। তাতে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে প্রথম দিন নিজেদের করে নিয়েছেন আব্দুল মজিদ ও সাদমান ইসলাম।
বিসিএলের ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচে আগ্রাসী ব্যাট করে প্রথম দিনেই ৪ উইকেটে ৪০৬ রান করে ফেলেছে মধ্যাঞ্চল। ওভারপ্রতি সাড়ে চারের উপর রান তোলেছে তারা। আব্দুল মজিদ ১৫৯ রান করে অসুস্থতায় মাঠ ছেড়েছেন, ১১২ রান করে আউট হয়েছেন সাদমান ইসলাম। ফিফটি তোলে অপরাজিত আছেন শুভাগত হোম। ৭ রান নিয়ে তার সঙ্গী অধিনায়ক মোশাররফ হোসেন।
মঙ্গলবার রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মধ্যাঞ্চল। ২৯ রানে ওপেনার সাইফ হাসানকে হারানোর পর মার্শাল আইয়ুবের সঙ্গে জুটি বাঁধেন সাদমান। সে জুটি বেশি বড় হয়নি। দলের ১০৬ রানে ১৪ রান করে ফেরেন মার্শাল। ১৭৮ রানে ৩ উইকেট খুয়ানোর পরই মূল জুটির শুরু। সাদমান-মজিদের ২০৬ রানের জুটি তপ্ত রোদে ফিল্ডিং করা পূর্বাঞ্চলকে ভুগিয়েছে দিনভর।
১৫৭ বলে ১১ চার আর ৩ ছক্কায় ১১২ রান করে সোহাগ গাজীর বলে স্টাম্পিং হন সাদমান। মজিদকে কোন বোলারই আউট করতে পারেননি। তবে দিনের শেষ দিকে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন তিনি। তার আগে করে ফেলেন প্রথম শ্রেণিতে নিজের সপ্তম সেঞ্চুরি। ছিলেন বেশ আগ্রাসী। ১৮২ বলে ১৫৯ রান করেন মজিদ। মেরেছে ১৮ চার আর ছয় ছক্কা।
দিনের শেষ দিকে ৪৯ বলে ৫০ করে অপরাজিত শুভাগত দেখাচ্ছেন আরও বড় সংগ্রহের আভাস।
Comments