খেলা

এবার দিল্লির নেতৃত্বও ছাড়তে হলো গম্ভীরকে

আগের সাত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কলকাতা তাকে এবার ছেড়ে দেওয়ায় পান দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্ব। তবে গৌতম গম্ভীরের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। চলতি আইপিএলে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে দিল্লি। আছে পয়েন্ট টেবিলের তলানিতে। দলের এমন অবস্থার পর অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।
Gautam Gambhir
গৌতম গম্ভীর। ফাইল ছবি: এএফপি

আগের সাত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। কলকাতা তাকে এবার ছেড়ে দেওয়ায় পান দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্ব। তবে গৌতম গম্ভীরের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। চলতি আইপিএলে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে দিল্লি। আছে পয়েন্ট টেবিলের তলানিতে। দলের এমন অবস্থার পর অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।

গম্ভীর দায়িত্ব ছাড়ার পর শ্রেয়ার আইয়ারকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি। দলের বেহাল দশার পাশাপাশি ব্যাটেও রান পাচ্ছেন না গম্ভীর। প্রথম ম্যাচে ৫৫ রান করার পর আর কোন ম্যাচে ২০ রানও করতে পারেননি।

অধিনায়কত্ব ছাড়ায় গম্ভীরের দলে থাকা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে অনেকটা চাপে পড়েই এই সিদ্ধান্ত আঁচ করা গেলেও গম্ভীর নিজে বলছেন, ‘পয়েন্ট টেবিলে দলের এই অবস্থার সম্পূর্ণ দায় আমার। পুরো পুরো দায়িত্ব নিয়ে সরে যাচ্ছি। এখনো এখান থেকে পরের রাউন্ডে যাওয়া সম্ভব। এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি কোন চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি।’

দলের নতুন অধিনায়ক আইয়ারকে স্বাগত জানিয়েছেন কোচ রিকি পন্টিং, ‘টুর্নামেন্টে এখনো আমাদের ভালো সম্ভাবনা আছে, আরও আটটা খেলা আছে। আমার বিশ্বাস আমরা পারব।’

গম্ভীরের প্রতিও সমবেদনা ঝরেছে পন্টিংয়ের কণ্ঠে, ‘কয়েক বছর আগে এমন অবস্থায় আমিও পড়েছিলাম। ওর জন্য কঠিন সিদ্ধান্ত। আমি তাকে অভিনন্দন জানাই এভাবে সামনে থেকে এগিয়ে আসার জন্যে।’

Comments

The Daily Star  | English

I will run for president: Putin

New term would keep him in power until at least 2030; some polls show Putin has approval ratings over 80pc

11m ago