জিজ্ঞাসাবাদের পর মুক্ত বিডিজবস ডটকমের সিইও
চাকরির অনলাইন পোর্টাল বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে আজ (২৫ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, “একেএম ফাহিম মাশরুরকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। কেননা, অভিযোগের যথেষ্ট প্রমাণ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়নি।”
তবে মামলাটির পরবর্তী তদন্তের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আল সাদিক গত ২২ এপ্রিল রাজধানীর কাফরুল থানায় বিডিজবসের প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালে “মিথ্যা ও অপমানজনক স্ট্যাটাস দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির” অভিযোগ আনা হয় মাশরুরের বিরুদ্ধে।
ডিএমপির খবরে বলা হয়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আজ সকালে কারওয়ান বাজারে অবস্থিত বিডিজবস ডটকমের অফিস থেকে একেএম ফাহিম মাশরুরকে গ্রেফতার করে।
আরও পড়ুন:
Comments